আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসানুল হক, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, হাইওয়ে পুলিশের অসি রিয়াদ মাহমুদ, ভালুকা জুনের টি আই সোহেল রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন প্রশাসনের কাছে এসে মানুষ যেন সেবা পায়, হয়রানির শিকার না হয়। আর স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সকলের মিলে মিশে কাজ করতে হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply