নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ও ফুলকি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি খরচে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষে সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাইলট প্রকল্প হিসাবে এ কর্মসুচি চালু করা হয়েছে। সুশীলন নামের এনজিও সংস্থা এ কর্মসুচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ মে) সুশীলনের সহযোগিতায় কাউলজানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এছাড়াও সুশীলনের টাঙ্গাইল জেলা টিম লিডার আবু হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ্বাসসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিনে ফুলকী ইউনিয়ন পরিষদেও এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র উপজেলার কো-অর্ডিনেটর মাসুদ রানাসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply