নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতাকৃতরা হলেন, নওগাঁ বদলগাছী থানার মাহমুদপুর গ্রামের মৃত মন্টু হোসেনের ছেলে পিন্টু হোসেন (২৬), মৃত জাকিরের ছেলে সোবহান হোসেন (২৭), আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন(৩২), জব্বারের ছেলে উজ্জল হোসেন (৩৫),পাঁচঘরিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে গোলজার হোসেন(৪৪) ও শ্যামপুর গ্রামের শ্রী সুশিল পাহানের ছেলে শ্রী জয়ন্ত পাহান(২৪)।র্যাব-৫ জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এ এসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পিন্টু, গোলজার, সোবহান, রাসেল, শ্রী জয়ন্ত পাহান ও উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৫ আরোও জানায়,গ্রেফতারকৃত আসামী পিন্টু এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। আর গ্রেফতারকৃত অন্যরা সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। র্যাব-৫ জানায়, এমন সংবাদের ভিত্তিতে গত কয়েককদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল পিন্টু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল পিন্টু, গোলজার, সোবহান, রাসেল, জয়ন্ত ও উজ্জল কে আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বদলগাছী থানায় সোর্পদ করা হয়েছে।
-ফাহাদ মোল্লা
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply