ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন পত্র বাতিল হয়। পরে তিনি উচ্চ আদালতে রিট করেন। আদালতের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। স্থানীয়রা জানান, প্রার্থিতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন আমিনুল হক। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। আমিনুল হক ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলে গতকাল সন্ধ্যায় আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন। এই আসনে নির্বাচন স্থগিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply