ফাহাদ মোল্লা: শুক্রবার ১৭ ই মে সকাল ১১: ১০ মিনিটে বেতকা চৌরাস্তা সংলগ্ন উত্তর বেতকা মৌজার সোহেল শেখ গং দের পুকুরের মাটি কাটার সময় স্থানীয় লোকজন ৩৭ ইঞ্চি উচ্চতার ও ১৭ ইঞ্চি প্রস্থের একটি কস্টি পাথরের মুর্তি দেখতে পায় পরবর্তী তে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন কে বিষয় টি অবগত করলে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনা স্থলে পৌছান এবং টংগিবাড়ী থানার এস আই আল মামুন কে সাথে নিয়ে মুর্তি টি উদ্ধার করেনমূর্তিগুলো কোন আমলের ও কিসের তৈরি, সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষার পর জানাতে পারবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো ব্রোঞ্জের তৈরি।
স্থানীয় জামাল মিয়া জানান বেতকা চৌরাস্তা সংলগ্ন একটি পুকুরের মাটি কাটার সময় আজ কিছু লোক একটি কস্টি পাথরের মুর্তি দেখতে পায় তিনি মাটি কাটা শ্রমিক দের এই মহা মুল্যবান মুর্তি খুজে পেয়ে লুকিয়ে না রেখে প্রশাসন কে জানানোর কারনে তাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার প্রদান করার জন্য আহবান জানান।
এ ব্যাপারেটংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন পরবর্তী তে দ্রুত ঘটনাস্থল থেকে মূর্তি উদ্ধার করে জেলা প্রশাসকের ট্রেজারে (কোষাগারে) জমা দেন। তিনি আরও বলেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা করে মূর্তিগুলো কিসের তৈরি বলতে পারবেন। তার আগে কিছুই বলা যাচ্ছে না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply