আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে। ভারত সরকারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারের ৩০০ কেজি ১৫ কার্টুন এ আম পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসেবা শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে ১৫টি কার্টুনে (৩০০ কেজি) আম পাঠালো ভারত সরকার কে উপহারস্বরূপ প্রদানের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে বাংলাদেশ দূতাবাস ভারত সরকারের কাছে এইসব আম হস্তান্তর করবেন।
গত বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সকাল বেলা বাংলাদেশ থেকে ভারতগামী আন্তর্জাতিক বাস সার্ভিস শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের কাছে এই আম পাঠানো হয়েছে।
সেখান থেকে আম গুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন গ্রহণ করে ভারত সরকারের কাছে হস্তান্তর করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply