আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল দৌলতপুর সীমান্তে পথ দিয়ে ভারতের পাচারের সময় ৯টি স্বর্ণের বার সহ মনোয়ার হোসেন (৫২) নামে এক পাচার কারি ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য গন।গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সকাল বেলা বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ওই স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা।
আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃতঃ রবিউল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বি ও পির একটি টহল দল সীমান্ত পি খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,
বাংলাদেশের ১৭/৭ এস এর ১৮০ আর পিলারের ১০০ মিটার অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে আসতে দেখে টহল দল তাকে আটক করে। তার হাতে থাকা লাল রঙের একটি ব্যাগে তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে
এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply