আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পিএসের মেহেরপুরে ভাড়া করা গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার সময় সদর শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এই সময় চারটি ঘরভর্তি কক্ষ তল্লাশি করে ত্রাণের মালামাল সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, টিফিন বক্স, ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল খেলার সামগ্রী, হুইলচেয়ার সহ কোটি টাকা মালামাল উদ্ধার করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান
সেনাবাহিনীর মেজর জাহিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সরমান আলী বলেন, ১ বছর ছয়মাস আগে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ছয় হাজার টাকায় বাড়িটি ভাড়া নিয়ে সরকারি মালামাল মজুত করে আসছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাকবোঝাই করে নিয়ে গেছে আবার মজুত করেছেন। সেইগুলো পাচার করে বিক্রি করেছে কিনা আমি জানি না। এখানে অনেক মালামাল মজুদ আছে।
এই এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, সরকারি মালামাল মজুত করা অন্যায়। বিষয়টি আমরা বিভিন্ন সময়ে দেখলেও সাবেক মন্ত্রীর ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায়নাই।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এখান থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামালের জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ মালামাল জব্দের পর দোলনকে ফোন করে আসতে বললেও তিনি এসব মালামালের বৈধ কাগজ দেখাতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply