আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোর থেকে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে অরাজকতা রুখতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
সভায় বলা হয়, আইনশৃঙ্খলা ভাল করতে হবে। মানুষের মাঝে ভয় ভীতি দূর করে আস্তা ফিরিয়ে আনতে হবে। যাতে করে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হবে। সকল সংশ্লিষ্ট বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
প্রশাসনের কয়েকটি সূত্র জানিয়েছে, সভায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এইসময় অবৈধ অস্ত্র মজুতকারী, চাঁদাবাজ ও দেশের উদ্ভূত পরিস্থিতিকে ব্যবহার করে যারা শান্তি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
সূত্রটি আরও জানিয়েছে, ৫ই আগস্টের আগে থেকেই যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে যশোরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে অগ্নিকা- ও হামলার ঘটনা ঘটেছে। ঘটনাগুলো তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল (জিওসি) জেএম ইমদাদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কর্নেল মোঃ সোহেল রানা, কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মোঃ আরিফুর রহমান, ১৪ বীর অধিনায়ক লে. কর্নেল আল ইমরান, ১০৫ পদাতিক ব্রিগেড মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, যশোরে নতুন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএস শাহীন, র্যাব-৬ যশোর কমান্ডার ফ্লাইট লে. মোঃ রাসেল, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু নঈম বাদশা, আনসারের যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীরসহ আট উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply