নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন উত্তর চাষাড়ার হোয়াইট হাউস গলি সংলঙ্গ রাস্তায়
নাশকতা মামলায় ৬৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় জড়িয়ে দেওয়া হয়
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু
সাইদ মিয়াকে।
মিথ্যা মামলায় জড়ানোতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পত্রিকাটির
বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সাংবাদিক
সংগঠনের নেতাকর্মীরা। ব্যাক্তিগত প্রতিহিংসার বষবর্তী হয়ে মূলত হয়রানী করার
জন্যে এই মামলা দেয়া হয়েছে বলে দাবী করছেন এই সাংবাদিক। তিনি বলেন,
আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন ও মিথ্যা। আমি
চাই এর সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের উপযুক্ত শাস্থি দেওয়া হোক কিন্তু
নির্দোষ ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা বন্ধ হোক।
বন্দরের কর্মরত সাংবাদিক সমাজ এই মামলার তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করে বলেন
‘‘আবু সাইদ ভাই বন্দর মাদরাসায় চাকুরীর পাশাপাশি বিভিন্ন সামাজিক
সংগঠন ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিশেষ করে সাংবাদিক পেশায়
জড়িত আছেন। দীর্ঘ ১৪ বছর স্থানীয় পত্র পত্রিকায় কাজ করে এখন দৈনিক আজকের
বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক হয়েছেন। তিনি বন্দর থানা প্রেসক্লাবের
সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন। আমাদের
সাইদ ভাইয়ের নামে যে মিথ্যা মামলায় জড়িয়েছে তা সাংবাদিক মহলে সম্মান
হানিকর। কতিপয় রাজনৈতিক নেতার নির্দেশে তাকে উদ্দেশ্যমুলকভাবে হয়রানি
করার জন্যই তার নাম জড়িয়েছে। অবিলম্বে এই মামলা থেকে নিজ দায়িত্বে তার নাম
প্রত্যাহার করানোর জন্য জোর দাবীও জানান তারা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply