ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ‘সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিশৃংখল শিক্ষাঙ্গন, কিশোর অপরাধপ্রবণতা, অসুস্থ সমাজ ব্যবস্থা ও নানান অপকর্মের প্রতিকার করে একটি সাম্য ও মানবিক সমাজ গড়তে নাগরিকদের করণীয় শীর্ষক’ গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (শনিবার) সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকার ছাত্র জনতার ব্যানারে আয়োজিত ওই গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রদার্স ক্লাব ভালুকার সভাপতি রাফি উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুলে সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, জাসাস ময়মনসিংহ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি সদস্য মাইন উদ্দিন ও আলমগীর হোসেন, বিএনপি নেতা হাদিকুর রহমান হাদিস, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদ শুভ, কলেজ ছাত্রদলের আহবায়ক আলী রাজ, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাদিকুর রহমান সজিব, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অপূর্ব, রামিম, জিহাদ, সানি, শাহাদাত সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। যেকোনো ধরনের অরাজকতা বন্ধ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply