আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন জব্দ করেছে । এর আনুমানিক মূল্য সোয়া ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
গতকাল রোববার বিকেলে বেনাপোল থেকে খুলানা গামী বেতনা এক্সপ্রেস ট্রেনে এই অভিযান চালিয়ে এইসব মাদক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবির এই কর্মকর্তা জানান, বিজিবির একটি টহল দল গতকাল রোববার বিকেলে বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এই সময় ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগ থেকে কোকেন ও হিরোইনের চালানটি জব্দ করা হয়।
লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির এই অভিযান কর্মকাণ্ডে অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপর জোরদার করা হয়।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চৌকস টহল দল বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটের বেতনা এক্সপ্রেস ট্রেন অভিযান পরিচালনা করেন। এতে ট্রেনের ভেতর থেকে পাওয়া ব্যাগ থেকে ১ কোটি ৩৮ লাখ মূল্যের ২ কেজি ৭৬০ গ্রাম এবং ৩৩ লাখ ৮৪ টাকা মূল্যের ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নাই। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদের আটক করে আইনের আওতায় আনা হবে জনান এই কর্মকর্তা ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply