লন্ডনের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার আওয়াজ এর সম্পাদক উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও গবেষক সায়েক এম রহমান তালুকদার ১১ নভেম্বর সকালে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তিনি অবরুদ্ধ বাংলাদেশ একক এবং একটি ভোরের প্রতীক্ষা যৌথভাবে লিখেছেন। বিগত ১৬ বছর তিনি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ফিচার লিখেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন প্রতিবাদী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে বসবাস করেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করছেন। প্রায় ১৫ বছর পরে তিনি বাংলাদেশে লন্ডন থেকে নিজ জন্মভূমিতে পা রাখলেন। জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, আর কে রিপন এবং গোলাম মোস্তফা এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক নজরুল ইসলাম, নিপুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সায়েক এম রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখলাম। তিনি বলেন, অবরুদ্ধ বাংলাদেশ বইটি যখন লিখেছিলাম তখন জানতাম না বাংলাদেশ কবে মুক্ত হবে। তিনি বলেন, আমাদের অপেক্ষা শেষ হয়েছে। একটি ভোরের প্রতীক্ষা শেষ হয়েছে। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশর মাটিতে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি আর কিছু চাওয়ার নেই। তিনি আরো বলেন, প্রথমে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাবার কবর জিয়ারত এবং হজরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে বিভিন্ন সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবো। তিনি যারা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশে অচিরেই এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা গুম হয়েছে তারা তাদের স্বজনদের কাছে ফিরে আসবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply