নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে প্রতিকি তরকারি মিছিল ও সমাবেশ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় ৪ দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন গঠন করে ৬৪ টিম-এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সকল বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ থেকে হুশিয়ারি দিচ্ছি- যদি দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হন, তাহলে তার ফলাফল হবে অতিতের সরকারের মত। পালানোর পথ তৈরি করতে না চাইলে দ্রব্যমূল্য কমাতে জরুরী পদক্ষেপ নিন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply