November 14, 2024, 3:50 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
বিরোধীসহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসররা হত্যা মামলায় আসামী হলেও প্রকাশ্যে কিন্তু অধরা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সব ধরণের সহায়তা দেয়া হবে: অধ্যাপক এম শাকুর। নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ১৭ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করুন ……. এনডিপি বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? ফারুক তিন উপদেষ্টাসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে। -সাইদুর রহমান একটি শোক বার্তা। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। -রুহুল কবির রিজভী পুঠিয়ায় বিদেশে পাঠানোর দালালের খপ্পরে পড়ে ৫ যুবক সর্বশান্ত। হাসাইলে বহু প্রতিক্ষিত রাস্তার ঢালাই কাজ উদ্বোধন প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ১৫ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো অবরুদ্ধ বাংলাদেশের লেখক সায়েক এম রহমান তালুকদার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত। ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু। সিলেটের বন্ধ থাকা সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে …..চরমোনাইর পীর মুফতী ফয়জুল করিম। আলোকিত নারায়ণগঞ্জ গড়তে স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা- মান্নান ভুঁইয়া। জমি সংক্রান্ত বিরোধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গণঅধিকার পরিষদের ব্যানার ভাংচুর। নতুনধারার নূর হোসেন দিবস পালন বেনাপোল দিয়ে ভারতগামী যাত্রী অর্ধেকে রাজস্ব আদায় ধস। চট্টগ্রামের হাজারী লেনসহ দেশজুড়ে সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন…লায়ন মোঃ গনি মিয়া বাবুল হকার প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ হকার পুনর্বাসনের আইন প্রণয়নের দাবি ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের। দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ। উদ্বোধনের দু’বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা ভালুকায় বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে মানবতার গল্পের উৎসব করলো মানব কল্যাণ পরিষদ।

বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? ফারুক

বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? ফারুক

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের কথা না। এটা দেশের সাধারণ জনগণের কথা। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো?

মঙ্গলবার ১২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আগামীর রাষ্ট নায়ক তারেক রহমানসহ সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বুকের তাজা রক্ত দিয়ে যে কারণে ৫ আগস্ট প্রতিষ্ঠা করেছিলাম। সেটা আবার এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাতে হবে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হচ্ছে না। আমার মনে হয় ইতিমধ্যে দেশের জনগণ বলা শুরু করেছে এই মুহূর্তে যাকে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদীর অতন্ত্র প্রহরী দেশ নায়ক তারেক রহমানকে।

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে গত ১৬ বছরে দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, লুটপাট করেছে, অর্থপাচার করেছে, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দিয়ে বৈষম্য তৈরি করেছে শেখ হাসিনা । শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার দোসরা এখনো এ দেশে অবস্থান করছে। তারা এখনো বিভিন্ন দপ্তর অধিদপ্তরে পদে বহাল আছে। তাদেরকে অপসারণ করতে হবে। তা না হলে তারা চক্রান্ত করছে। তারা আরো বিস্তরভাবে চক্রান্ত শুরু করবে।

অন্তর্র্বতী কালীন সরকারের উদ্দেশ্যে সাবেক এই চিপ হুইপ আরো বলেন, গত ২ দিন আগে যে দুজন উপদেষ্টাকে শপথ করানো হলো। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে। তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? যার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন। যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামী। যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কোন ভূমিকা নেই। তাদেরকে উপদেষ্টা মন্ডলের সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করেছেন। সেই বিতর্কের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা একত্বতা করেছে। এই দুজনকে উপদেষ্টা সদস্য আবু সায়েদ,মুগ্ধদের রক্তকে অবমাননা করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের ভাষা তিন মাস হয়ে গেছে এখনো কেন দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি’র নেতাকর্মীদের নামে প্রায় ৪০ হাজার মামলা আছে। যারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করেছে বলে তাদের নামে মামলা দিয়েছে আওয়ামী লীগ এবং পুলিশ। তাদের এই মামলা গুলো কেন প্রত্যাহার হচ্ছে না?

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচন দিতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপরে সংস্কার করুন। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি। আপনাদের সাথে থাকবো। আপনাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে রাস্তায় থাকবে দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী শক্তি। তাই আসুন একটি সুষ্ঠু নির্বাচন দিন। ওই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই মূল সংস্কার করবে।

গণতন্ত্র পরিষদ এর সভাপতি কামাল আহমেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ, এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, রিয়াজ উদ্দিন আহমেদ মনিসহ প্রমুখ। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ বিএনপি নেতা জাকির খানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com