দুসস ডেস্কঃ চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার চায় এই মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না। শুধু চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত শক্তি রয়েছে, তার চিন্তা এবং মননকে বিকশিত করে সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। যুব সমাজ নিজে কাজ করবে ও আরো দশ জনকে কাজের সুযোগ করে দেবে।
৩০ জানুয়ারি ২০২০ খ্রী: বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে (পিএমও) জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। অনুষ্ঠানে ২২ জন আত্মকর্মী এবং পাঁচ যুব সংগঠনের মাঝে এই পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮৬ সাল থেকে প্রদান করা এ পুরস্কারে এ পর্যন্ত ৪৪৫ জন আত্মকর্মী সম্মানীত হয়েছেন।
শেখ হাসিনা আরও বলেন, তারুণ্যের শক্তি, বাংলাদেশের অগ্রগতি। এই স্লোগানে আমরা বিশ্বাস করি। কাজেই সেই লক্ষ্য নিয়েই যুব সমাজকে আরো কর্মক্ষম করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরি না করে চাকরি দেব বা দিতে পারবো, সেই সক্ষমতা অর্জন করতে হবে। সেই চিন্তা ও আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকলে আমারতো মনে হয় বাংলাদেশে আর কেউ বেকার থাকবে না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply