টাঙ্গাইল প্রকিনিধিঃ টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। টাঙ্গাইলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দু’জন মারা গেছেন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। এ নিয়ে সদরে মৃত্যু হলো তিনজনের এবং পুরো জেলায় মারা গেলেন ১৬ জন।
জেলায় নতুন করে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬৯ জনে। এ দিন আরো ৭৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৭৪ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, সোমবার নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ ১৫ জন, টাঙ্গাইল সদরে চারজন, ঘাটাইল, নাগরপুর ও কালিহাতীতে রয়েছেন একজন করে। এর মধ্যে টাঙ্গাইল সদরে দু’জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ পাঁচজন, টাঙ্গাইল সদরে তিনজন, ঘাটাইলে দু’জন, ধনবাড়ি, দেলদুয়ার, ভূঞাপুর, সখিপুর, মধুপুর ও বাসাইলে একজন করে রয়েছেন।
এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ৩০ জন, মির্জাপুরে সর্বোচ্চ ২৪৩ জন, ঘাটাইলে ২৮ জন, নাগরপুরে ৩৯ জন, মধুপুরে ৩৪ জন, সখীপুরে ২৩ জন, গোপালপুরে ৩৫ জন, দেলদুয়ারে ৪২ জন, ধনবাড়িতে ২৮ জন, কালিহাতীতে ৪১ জন, টাঙ্গাইল সদরে ১৫০ জন এবং বাসাইলে ১৪ জন রয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply