এইচ এম আমান জেলা প্রতিনিধিঃ কক্সবাজার জেলা কারাগারের হাসপাতালটিতে যা ঘটে তার বিবরণ শুনলে যে কোন বিবেকবান মানুষও আফসোস করেন। হাসপাতালের যে সিট রয়েছে সেই সিটের উপরে থাকেন ইয়াবা কারবারিরা। আর নিচে থাকেন সিট যার নামে বরাদ্দ থাকে সেই হতভাগা অসুস্থ মানুষটি। কারাগার থেকে জামিনে বের হওয়া উখিয়ার আনিসুল ইসলাম নামের এক ব্যক্তি এমন তথ্য দিয়েছেন। ইয়াবা কারবারিদের অবৈধ টাকায় কিনা পারে তার নমুনা এমন জঘন্য ঘটনাতেই যথেষ্ট। এই ব্যক্তি আরো জানান, কারাগারের হাসপাতাল পরিদর্শনের জন্য যখন পরিদর্শনকারি দল বা ব্যক্তি যাবেন সেদিন হাসপাতাল থেকে সিট কিনে নেয়া বন্দীদের বের করে দেয়া হয়। পরে ওয়ার্ড থেকে অসুস্থ ব্যক্তিদের বাছাই করে আনা হয়। আবার পরে অসুস্থদের বের করে সিট ক্রেতাদের স্থান করে দেয়া হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা অপর একজন জানিয়েছেন, যেদিন জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে যাবেন সেদিন সকাল থেকে বন্দীদের দুপুর ২টা পর্যন্ত লাইনে বসিয়ে রাখা হয়। কারা কর্তৃপক্ষ এসময় বন্দীদের বলেন, কোন অভিযোগ যদি করা হয় তাহলে জেলা প্রশাসক চলে যাবার পর হাত পা বেঁধে ঝুলিয়ে সাইজ করা হবে। এমন ভয়ে কেউ আর মুখ খুলতে সাহস করে না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply