September 19, 2024, 4:08 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির আত্মপ্রকাশ শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবি ফারুক হাসানের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় কিশোর গ্যাংয়ের লিডার রাজু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসমাবেশ সফল হওয়ায় জাতীয়তাবাদী নাগরিক দলের অভিনন্দন ভালুকা স্টুডেন্টস্‌ এসোসিয়েশন আনন্দ মোহন কলেজের কমিটি গঠন ভালুকায় রাতের আধারে শতাধিক পেঁপে গাছ কর্তন ভালুকার চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার দুই আসামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে তথ্য দেওয়ার আহ্বান ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা আত্মকর্মসংস্থানের লক্ষে বিউটিফিকেশন কোর্স ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ষড়যন্ত্র। -তানভির মিশুক বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না, এ কারণে অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। -অর্থ উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তিবিষয়ক এবং পররাষ্ট্র উপদেষ্টাদ্বয়ের বৈঠক। জাতীয় লেখক উৎসব অনুষ্ঠিত আজমিরি ওসমানের অন্যতম সহযোগী সন্ত্রাসী মুরাদ এখনো অধরা সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী আমি পুতিনকে নিয়ে খুব একটা ভাবি না। -মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় পৌঁছেছে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের এক‌টি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করুন -জয়নুল আবদিন ফারুক স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ। স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতির উপর হামলার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ও খুনি হাসিনার দ্রুত বিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ নিখোঁজের দুই মাস পর আশুলিয়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। সঠিক তথ্যপ্রমাণ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না। -পুলিশ সদর দপ্তর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে ৪ কোটি টাকা বরাদ্দ করায় খোকন চন্দ্র দাস এর অভিনন্দন ময়মনসিংহের ভালুকায় সাবেক সংসদ সদস্য সহ ৩৯৮ জনকে আসামী করে থানায় মামলা আইভীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চাঁদপুরের হাজীগঞ্জে ছেলের হাতে বাবা খুন। সিইসি পদত্যাগ করায় তৈরি হয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানে শূন্যতা, গঠনের কথা আপাতত ভাবছে না অন্তর্বর্তী সরকার। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ সতর্কতা লেভেল ফোর কমিয়ে লেভেল থ্রিতে।

সিনহা হত্যা মামলার আসামি পুলিশের ৪ সদস্যকে রোববার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।

সিনহা হত্যা মামলার আসামি পুলিশের ৪ সদস্যকে রোববার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের ৪ সদস্যকে রোববার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে। তারা হচ্ছেন উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, এই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ২৪ আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার তাদের রিমান্ডে নেওয়ার পরিকল্পনা করছে র‌্যাব।

এর আগে পুলিশের অপর ৩ সদস্য ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে ৩ দফায় ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়। লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এ পর্যন্ত ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং স্বাক্ষীদের জবানবন্দিও ১৬১ ধারায় রেকর্ড করা হবে।

এদিকে ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রদীপ ও লিয়াকত প্রিজন ভ্যানে বসে মোবাইল ফোনে কথা বলছেন। তারা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাচ্ছেন রিমান্ডে তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। র‌্যাবের ৩ কর্মকর্তার নামও জানিয়েছেন প্রদীপ। যিনি ভিডিওটি ধারণ করেছেন তাকে উদ্দেশ্য করে নির্যাতনের কিছু চিহ্নও দেখিয়েছেন তারা। তাদের ওপর নির্যাতনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং শক্তভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন ওসি প্রদীপ।

এই বিষয়ে তদন্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মামলার আসামিরা অনেক কথা বলতে পারেন। অভিযোগও করতে পারেন। স্বাভাবিক নিয়মে এবং আইন-কানুন মেনে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। এখানে মামলার স্বাক্ষী এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও গুরুত্বপূর্ণ বিষয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, আসামিদের এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিমান্ডে নেওয়ার আগে ও পরে আসামিদের হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে ডাক্তাররা তাদের ভালোভাবে পরীক্ষা করেছেন।

কক্সবাজারে র‌্যাব-১৫ এর একজন কর্মকর্তা সমকালকে বলেছেন, প্রদীপ ও লিয়াকতের ওই ভিডিও ক্লিপ তাদের নজরে এসেছে। এখানে র‌্যাবের ৩ জন কর্মকর্তার নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। কীভাবে ২ জন আসামি প্রিজন ভ্যানে বসে ভিডিওবার্তা ফেসবুকে দিতে পারেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি প্রদীপ ও লিয়াকতকে কক্সবাজার কারাগারে ডিভিশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলসুপার মোকাম্মেল হোসেন। তিনি বলেন, কারাবিধি মতে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা ডিভিশন পেয়ে থাকেন। তবে এই বিষয়ে ওসি প্রদীপ ও লিয়াকতের পক্ষে আদালতের কোনো নির্দেশনা এখনও কারাগারে আসেনি।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com