টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের পোষনা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মুনটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে লাল মিয়া (৩৫) এবং শিহরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. সোহরাব (৪৫)।
সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি মহল। পরে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply