এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ব্যবসায়ী সঞ্চয় সমিতি ভ্যাকসিনকো গ্র“প নামে একটি এনজিও, গ্রাহকদের জমানো বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনজিওর মালিক ও প্রতারক চক্রের সদস্যরা এলাকার অসহায় গ্রাহকদের জমানো প্রায় ১০ লাখ টাকা নিয়ে রাতের আধাঁরে পালিয়ে য়ায়। এতে শতশত গ্রাহক চরম বিপাকে পড়েছে। ভুয়া ও প্রতারক এনজিও’র ফাঁদে পরে তারা এখন সর্বশান্ত।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বাইমহাটি পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভুক্তভোগি গ্রাহক ও ভুয়া এনজিওতে চাকুরী নেওয়া মাঠ কর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী সঞ্চয় সমিতি ভ্যাকসিনকো গ্র“প নামে এনজিওতে চাকুরী নেওয়া (মাঠকর্মী) বানিয়ারা গ্রামের রিয়া (২০), মির্জাপুর পৌরসভার প্রতিমা (২২) ও ইশা (২০) এবং পাকুল্যা গ্রামের খাদিজা (২১) অভিযোগ করেন।
গত ৩১ আগস্ট এই এনজিওটি মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বাইমহাটি পালপাড়া গ্রামের নুরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে অফিস নেন।
জাহাঙ্গীর হোসেন পরিচারক, রবিন হোসেন ম্যানেজার এবং সুমন মিয়া ক্যাসিয়ার পরিচয় দেন। এই প্রতারক চক্রটি মোটা বেতনে মাঠকর্মী নিয়োগের সার্কুলার দেন। সার্কুলার দেখে তারা আবেদন করলে মাসিক ১০ হাজার টাকা বেতনে ১৯ জনকে নিয়োগপত্র দেন। রাজধানী ঢাকায় এ এনজিও’র হেড অফিস রয়েছে বলে জানায় তারা। একদিন প্রশিক্ষন দিয়ে এ প্রতারক চক্রটি তাদের জানায় একজন গ্রাহক ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিলে তাকে এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঋন দেওয়া হবে। এমন লোভনীয় অফার দিয়ে সদস্য বানিয়ে টাকা উত্তোলন করতে নির্দেশ দেন।
এছাড়া বেশী অংকের টাকা ডিপোজিট করলে তাদের ১৫-২০ ভাগ লাভ দেওয়া হবে। গত ৯ দিনের ব্যবধানে ১৯ জন মাঠকর্মী গ্রামে গ্রামে ঘুরে সদস্য সংগ্রহ করে ঋন দেওয়ার নামে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে এবং অফিসে এনে এনজিওর মালিকদের হাতে তুলে দেন।
গ্রাহকদের মধ্যে মাহবুব ফকির ৫ হাজার টাকা, পবিত্র সরকার আড়াই হাজার টাকা, আনোয়ার হোসেন ৩৫০ টাকা এবং আতোয়ার রহমান ৬শ টাকা জমাসহ শতশত গ্রাহক সঞ্চয় জমা দেন ঋন পাবার আশায়। কিন্ত তাদের সে আশা আজ গুড়েবালি বলে কান্নায় ভেঙ্গে পরেন।
এক দিকে করোনার থাবা, অপর দিকে বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলো এখন ভুয়া এনজিও ও প্রতারক চক্রের ফাঁদে পরে পথে বসার উপক্রম হয়েছে ভূক্তভোহী গ্রাকরা।
১০ সেপ্টেম্বর সকালে এলাকার নিয়োগপ্রাপ্ত মাঠকর্সীরা ও ঋনের আশায় সঞ্চয় জমাকারি গ্রাহকরা নিয়ম মাফিক অফিসে এসে দেখেন অফিসক্ষে তালা ঝুলছে। তখন বাড়ির মালিক বলেন রাতে এনজিওর মালিকরা অফিসে তালা দিয়ে টাকা পয়সা ও মালামাল নিয়ে চলে গেছে।
এখন টাকা হাতিয়ে নেওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার ১৯ জন মাঠকর্মী ও বিপুল সংখ্যক সঞ্চয়কারী গ্রাহক। গত ১০ দিনের দশ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উদাও হয়ে যাওয়া প্রতারক চক্রকে খুজে বের করে টাকা উদ্ধার ও প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের দাবী জানিয়েছে গ্রাহকগন।
এ ব্যাপারে এনজিওর পরিচালক পরিচয় দেওয়া জাহাঙ্গীর হোসেন, ম্যানেজার রবিন হোসেন এবং ক্যাশিয়ার সুমন মিয়ার মোবাইলে এবং অফিসের নম্বরে (০১৮৯২-৩৫৫৫৫৩) বার বার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ থাকায় তাদের সঙ্গে কথা বলা যায়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ব্যবসায়ী সঞ্চয় সমিতি ভ্যাকসিনকো গ্র“প নামে ভুয়া এনজিও গ্রাহকদের টাকা নিয়ে উদাও হয়েছে এমন কোন অভিযোগ এখন পর্যন্ত আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply