“মীর নজরুল ইসলাম রোমেল, বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড এর আওতা ভুক্ত পানির কল এলাকায় মরহুম মীর আনোয়ার হোসেন সাহেবের সাথে ১৭ বছর যাবত সিটি কর্পোরেশন এর জায়গা নিয়ে মামলা চলমান ছিল। তার নিশপ্তি শরুপ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১:৩০ ঘটিকায় সিটি কর্পোরেশন এর সার্ভেয়ার, আইন-কর্মকর্তা এবং প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র নাসিক ১০, ১১, ১২ নং ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর জনাবা মিনুয়ারা বেগম এর উপস্থিতিতে এবং স্থানীয় জনগণ ও প্রতিনিধি, দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এবং স্থানীয় পত্রিকা ও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে নাসিক ‘এর সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়। চলমান উক্ত সমস্যা সমাধানের লক্ষে গত ৮ সেপ্টেম্বর জনাব আলতাফ হোসেন ভূঞা (মামুন) পরিচালক প্রশাসন দুরন্ত সত্যের সন্ধানে দুসস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিক এর সম্মানিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় মেয়র দুসস এর প্রতিনিধিদের উপস্থিতিতে বেদখল জমি মেপে বুঝে নেয়ার আশা ব্যক্ত করেন, এবং ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দুসস সহ স্থ্যনীয় পত্রিকা ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। নাসিকের সম্পত্তি, গোদনাইল মৌজার সিএস ও এসএ দাগ নং ১৮১৭ দাগের জমিটির সীমানা নির্ধারণ করা হয়। এবং মরহুম মীর আনোয়ার হোসেন সাহেবের দুই পুত্র জনাব মীর মাহবুব হোসেন (রাসেল) এবং মীর নজরুল ইসলাম (রোমেল) সাহেব এর উপস্থিতিতে মরহুম মীর আনোয়ার সাহেবের সম্পত্তি গোদনাইল মৌজার সিএস ও এসএ দাগ নং ১৮০৮ দাগের জমিটির সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেয়া হয়। নাসিক এর সঙ্গে মরহুম মীর আনোয়ার হোসেন সাহেবের পরিবারের দীর্ঘ ১৭ বছরের সমস্যাটি স্থানীয় জনগণ, জন প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও গণমাধ্যমের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে নিস্পত্তি হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply