টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসের সংক্রণরোধে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) সকালে পৌরসভার কোনাবাড়ী বাজার এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, বিধি-নিষেধ অমান্য করে মাস্ক না পড়ায় ৯ ব্যক্তিকে দুই হাজার ৪০০ জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply