মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় মোসাঃ লাকী খাতুন (২৪) কে কাছে ফিরে পেলেন অসহায় বাবা মোঃ বাছুরউদ্দিন। সোমবার (৩০ নভেম্বর) রাত ১০টায় পটুয়াখালী সদর থানা পুলিশ ও পটুয়াখালী ফাড়ির পুলিশ মোসাঃ লাকী খাতুনকে তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছেন।
গত ২৮ নভেম্বর শনিবার পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় লাকীর হাটাচলা করার সময় লোকজন দেখতে পেরে প্রথমে ফাঁড়ির পুলিশ ও থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তা লাকীর ঠিকানা জেনে তার বাবাকে খবর দিলে তিনি পটুয়াখালী সদর থানায় আসেন।
পুলিশ জানান, লাকী খাতুন কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামের বাসিন্দা মোঃ বাছুরউদ্দিনের মেয়ে। ৭ বছর বয়সে লাকী খাতুন নিজ গ্রাম থেকে হারিয়ে যান।
মেয়েকে ফিরে পেয়ে বাবা বাছুরউদ্দিন বলেন, ৭ বছর বয়সে লাকীকে হারিয়ে ফেলি। অনেক খোজাখুজি করেও পাইনি। অবশেষে মেয়েকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মেয়েকে ফিরে পেলাম। অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। তারা না হলে হয়তো মেয়েকে আর ফিরে পেতাম না।
জেলা পুলিশের উদ্দেশ্যে লাকী খাতুন বলেন, ১৮ বছর পর পুলিশের সহায়তায় আমি আবার বাবার কাছে ফিরে যেতে পেরেছি। পুলিশ সহায়তা না করলে হয়তো আমি আমার পরিবার খুজে পেতাম না, আল্লাহ পুলিশ ভাইদের নেক হায়াৎ দান করুক সেই দোয়া করবো সবসময়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খাঁন বলেন, জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান স্যারের নির্দেশনায় ১৮ বছর নিখোঁজ লাকী খাতুনকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।
এসময় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি আকতার মোর্শেদ ও ফাঁড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply