টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার মধ্যপাড়া এলাকার লাল মিয়ার বাড়ি থেকে এই চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দুই জন ব্যক্তি ১০ টাকা কেজি দরের ৩০ কেজি বস্তার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে লাল মিয়ার বাড়িতে মজুত করে রাখে। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।’
চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদী হয়ে কয়েক জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply