মাহমুদুল হাসান, যশোর
যশোরের বেনাপোলে সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী ও গাজীপুর গ্রামের মৃত আতিয়াররহমানের ছেলে বকুলের ব্যক্তিগত পাজারো গাড়ীর চাকায় পিষ্ট হয়ে বেনাপোল বন্দরের নিরাপত্তা রক্ষা কাজে নিয়োজিত এক কর্মী মোঃ ফজলুর রহমান(৬৫) মর্মান্তিক মৃত্যুবরন করেন।এ ঘটনায় বেনাপোল পোর্টথানা পুলিশ ঘাতক গাড়ীটি জব্দ সহ মালিক ও চালক বকুল কে আটক করেন।
নিহত ফজলু শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামের মৃত আব্দুল মজিদ সর্দ্দারের পুত্র।শুক্রবার(১৪ই মে) যশোর-কোলকাতা সড়কের বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারের সামনে রাত আনুমানিক ১০ঘটিকায় এই মর্মান্তিক দূর্ঘটনা সংঘটিত হয়। ঈদের দিন এই দূর্ঘটনায় মূহুতের্ই শোকের ছায়া নামে বাজার এলাকায়।ঘটনার বর্ননায় প্রত্যক্ষ দর্শী সহ পরিবারের সদস্যরা জানাই,ঈদের আমেজ শেষে প্রতিদিনের ন্যায় কর্মস্থলে যোগ দেওয়ার জন্য রাতে সাইকেল যোগে বাড়ী হতে বের হয় সিকিউরিটি গার্ড ফজলু। পথিমধ্যে বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারের সামনে পৌছালে বকুল দ্রুত গতি সম্মন্ন পাজারো গাড়ী দিয়ে ধাক্কা দিলে ফজুল রাস্তায় পড়ে গিয়ে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও বকুল কে আটক করে থানায় নিয়ে যায়।এ সময় বেনাপোল এলাকার সংবাদ কর্মীরা পেশাগত দায়িত্ব পালন কালে বকুল কর্তৃক অশোভন আচরনের স্বীকার হন। তাকে অস্বাভাবিক অবস্থায় দেখে জনমনে কৌতুহল সৃষ্টি হয় ধারনা করা হচ্ছে সে মদপ্য অবস্থায় ছিলো তবে প্রশাসনিক ভাবে এ ব্যাপারে বিবৃতি পাওয়া যাইনী। বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,নিহতের লাশ শনিবার ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।গাড়ী চাপা ঘটনায় আটককৃত বকুলের বিরুদ্ধে মামলা দিয়ে একি দিন কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ওসি (তদন্ত) গাড়ী চাপা ঘটনায় সিকিউরিটি গার্ড নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত কে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য বিত্তবান মদপ্য সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীর গাড়ী চাপায় দরিদ্র সিকিউরিটি গার্ড মৃত্যুর ঘটনাটির সুষ্ঠু বিচার বন্ধে তদবির মিশনে নেমেছেন একটি মহল। গাড়ীর চাকায় পিষ্ট হওয়া নিহত গার্ড ফজলুর রহমানের পরিবার কে কিছু নগদ অর্থ ক্ষতিপূরন দিয়ে বিত্তবানের আয়েশী জীবন ফেরাতে সচেষ্ট হওয়ার গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।এ বিষয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ হতে বিবৃতি পাওয়া যাইনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply