মাহমুদুল হাসান, যশোর প্রতিনিধি
যশোরের চাঞ্চল্যকর ও ক্লুলেস টুনি শাওন হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত ৬জনকে গ্রেফতার শেষে সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার (২৬ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যলয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সহযোগী সন্ত্রাসীদের হাতেই সন্ত্রাসী টুনি শাওন খুঁন হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানায়।
ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো কতোয়ালী থানাধীন শংকরপুর আশ্রমরোড এলাকার রবিউল সর্দ্দারের ছেলে রানা(২০), ঝিকরগাছা থানাধীন ইস্তা গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে মোঃ হাফিজুর রহমান বিশ্বাস ওরফে ভ্যাবো (৩০),একি থানার অন্তর্গত কৃষœপুর গ্রামের আমিন মোড়লের ছেলে জয় (১৯),যশোর কতোয়ালী থানাধীন শংকরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদআলী (২০),মিন্টু শেখের ছেলে বিল্লাল হোসেন মৃদুল(২০) ও মৃত কটার ছেলে মোঃ মানিক (২৬)। অনুষ্ঠিত প্রেসব্রিফিং হতে জানা যায়,গত ২২ জুলাই রাতে কতোয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় জমাদ্দার পাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসী শাওন ওরফে টুনি শাওনকে দুর্বৃত্তরা ধারালো চাকু দ্বারা বুকে, পিঠে ও গলায় খুঁচিয়ে ফেলে রেখে চলে যায়। সে জমাদ্দার পাড়া এলাকার আব্দুল হালিম শেখের ছোট ছেলে।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ৭/৮ জনকে সন্দেহ করে থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন। পরবর্তীতে যশোরের পুলিশ সুপার বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটির তদন্তভার ডিবির উপর ন্যাস্ত করেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার এর নেতৃত্বে এস আই মফিজুল ইসলাম পিপি এম ও এস আই শামীম হোসেনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকশ দল খুনের রহস্য উদঘাটনে সক্রিয় হয়। ২৫ জুলাই দিবাগত রাত হতে শুরু করে ২৬ জুলাই ভোর ৫.৩০মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ ও ডিবি সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে প্রত্যক্ষ জড়িত ২ জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ হতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু,চাইনিজ কুরাল,মোটর সাইকেল ও মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার করে জানাই হত্যাকারীরা পরষ্পর সহযোগী চাঁদাবাজ সন্ত্রাসী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply