মোঃ শাহিন হোসেন শার্শা উপজেলা প্রতিনিধিঃযশোরে ইরি (বোরো) ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী ধান দোল খাচ্ছে মাঠ জুড়ে। ইরি(বোরো) ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। ধান পাকতে শুরু করায় কাটার প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছে কৃষক ও শ্রমিকরা।
কৃষি বিভাগ বলছে, গত বছরের চেয়ে এবার ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।জেলা কৃষি বিভাগের তথ্য মতে, যশোর জেলায় আবাদযোগ্য ১ লক্ষ ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি (বোরো) ধান আবাদ করা হয়েছে। এবার ভাল ফলন হওয়ায় দারুণ খুশি কৃষকরা। তাদের ভাষ্যমতে এবার জমিতে ইরি (বোরো) ধানের ভাল ফলন হয়েছে। যদিও মৌসুমে সার ও কীটনাশকের দাম বেশী হওয়ায় খরচের পরিমান বেশি হয়েছে কৃষকদের। আশানুরূপ ধানের দাম পেলে আরও বেশী খুশি হবেন কৃষক।সরেজমিনে বিভিন্ন উপজেলার এলাকা ঘুরে দেখা যায়, রোদের আলোয় ঝলমল করছে মাঠ জুরে কৃষকের সোনালী ধান।
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কৃষক জুলফিকার আলী জানান, এবার জমিতে ধানের ফসল অনেক ভাল হয়েছে। তবে জমি তৈরিতে অনেক পরিশ্রম করেছি, সারের দামও এবার একটু বেশী ছিল। তারপরও আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারের ফলন ভালো হওয়ায় খুব ভালো লাগছে। ধানের দামটা ভাল পেলে আরও খুশি হবো।ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের কৃষক ফজর আলী বলেন, অনান্য বছরের তুলনায় এ বছর জমিতে সেচ দিতে কোন সমস্যা হয়নি এজন্য ফলন ভালো হয়েছে।তিনি আরও বলেন কৃষি বিভাগ সেচ প্রকল্পের বিশেষ ভুমিকায় এমন ভালো ফলন হয়েছে।
যশোরের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রতাপ মন্ডল বলেন, চলতি ইরি বোরো মৌসুমে যশোরে ১ লক্ষ ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং বাম্পার ফলনের আশার পাশাপাশি লক্ষমাত্রা ছাড়াবে এমন প্রতাশ্যা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply