ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহে যেন সারা দেশ পুড়ছে। দিনদিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মানুষের। বাতাসে ‘আগুনের ফুলকি’ উড়ছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষের। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না অনেকেই। রৌদ্রের প্রখর তাপে বাংলাদেশের বিভিন্ন জেলায় সড়কের পিচ গলে যাচ্ছে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কুন্ডের বাজার ব্রিজের সামনে ও এমন অবস্থা দেখা দিয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১২টিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে গণ্য করা হয়। চলমান দাবদাহ তীব্র আকার ধারণ করায় দেশে এমন পরিস্থিতি বিরাজ করছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বেড়েছে। এমন কি এ বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় এখন পরযন্ত হিট স্ট্রোকে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোয় অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাতদিন ছুটি ঘোষণা করা হয়। এমতাবস্থায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টংগিবাড়ী কর্তৃক চলমান তীব্র তাপদাহে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) জনাব ফারজানা ববি মিতু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব স্বপন মাতব্বর , একাডেমিক সুপারভাইজার জনাব হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীবৃন্দ ও বিভিন্ন পেশার শ্রমজীবী, পথিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply