আনোয়ার হোসেন নিজস্ব্প্রতিনিধিঃ যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী (৭৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
বুধবার (১৭ই এপ্রিল) রাত ৩টা ৩০ মিঃ দিকে কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০ সদর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সাদেক আলী কুষ্টিয়া মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানায়, এই আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) আসামি। ২০২৩ সালের ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে ওই রাতেই কারাগার থেকে যশোর ২৫০ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
যশোর সদর ২৫০ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মারা যান। লাশ যশোর সদর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply