মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে লাউগাছ কাটা নিয়ে ঝগড়ায় মা সেতারা বেগম (৫০) ও ছেলে মো: জামাল হাওলাদারকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতসোমবার বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিন মুরাদিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা গুরুতর আহতদ্বয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে আহত জামাল হাওলাদার বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে জানাযায়, দক্ষিন মুরাদিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে জামাল হাওলাদারের সাথে প্রতিবেশী বিমল দাসগংদের সাথে পূর্ব শত্রুরা আছে। পূর্ব শত্রুতার জেরে রবিবার রাতে বিমল দাস তাঁর (জামালের) বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার পাশের্^ সৃজিত ৮/১০টি লাউগাছ কেটে ফেলে। সোমবার দুপুরে রাস্তায় লাউগাছ ধংসের প্রতিবাদে প্রতিপক্ষকে ইঙ্গিত করে গালাগাল করলে প্রতিপক্ষ বিমল দাসের নেতৃত্বে সুমন, বিকাশসহ ৬/৭ব্যক্তি লাঠিশোটা নিয়ে হামলা চালায় ও জামালকে পিটিয়ে গুরুতর জখম করে। আহতের ডাকচিৎকার শুনে মা সেতারা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। প্রতিবেশী লোকজন মা-ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply