নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে।
যশোর জেলায় আসছে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এ উৎসবে যশোর জেলায় ৭শত মন্দিরে পূজা উৎসব হবে। এর মধ্যে ৮ টি উপজেলায় ৬০১টি মন্দির ও আট পৌরসভায় রয়েছে ৯৯ মন্দির আছে। ইতোমধ্যে প্রস্তুতি শেষের দিকে। যশোর জেলা প্রশাসনের নির্দেশে সব পূজা মন্দির সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু। পূজা মণ্ডপ গুলোতে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে বলে জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, জেলায় ৭শত পুজা মণ্ডপের মধ্যে সদর উপজেলায় মোট ১৪৬ পুজা মণ্ডপের মধ্যে পৌরসভায় ৪০টি। মনিরামপুর উপজেলায় ৯৪টি ও পৌরসভায় ৯টি মণ্ডপ, বাঘারপাড়া উপজেলায় ৯০টি ও পৌরসভায় ৪টি পুজা মণ্ডপ, চৌগাছা উপজেলায় ৪২টি, পৌরসভায় ৭টি মণ্ডপ, অভয়নগরে উপজেলায় ১০৮, পৌরসভায় ১৮টি মণ্ডপ, শার্শা উপজেলায় ২৫ টি, বেনাপোল পৌরসভায় ৪টি পুজা মণ্ডপ, ঝিকরগাছা উপজেলায় ৪৬টি, পৌরসভায় ৯টি মণ্ডপ, কেশবপুর উপজেলায় ৯০টি ও পৌরসভায় ৮টি পুজা মণ্ডপে ।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু জানান, শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। চলছে ডেকারেশনের কাজ। করোনাভাইরাসের সংক্রমরোধে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরাসহ ২৬টি নির্দেশনা মেনে এ উৎসব করতে বলা হয়েছে। সেই সাথে পূজামণ্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটি চালের অনুদানের ডিও লেটার পেয়ে গেছে। দুর্গোৎসবে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে যশোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সভা করা হয়েছে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত বলেছেন পূজা মন্ডপ গুলোতে লোকবল অনুযায়ী স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হবে।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, সুন্দর ভাবেই যাতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এজন্য জেলা প্রশাসন পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
পূজা মণ্ডপে গুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কাজ করবে। কোন ধরনের অপরাধ মেনে নেয়া হবে না।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সুন্দর ভাবেই যাতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এজন্য জেলা প্রশাসন পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রক্ষার জন্য। এর পাশাপাশি ফায়ার সার্ভিস, মেডিকলে টিমও প্রস্তুত থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply