আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মনো গ্রুপের এমডি এ কে এম আবুল বাশার (৬৫) মৃত্যু বরন করেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বিন্নরিপাড়া এলাকায় নিজ বাড়িতে পুকুরে গোছল করতে নেমে অসুস্থ্য হয়ে পরলে তিনি আর উপরে উঠে আসতে পারেন নি।
সেখানেই তিনি পানিতে ডুবে মৃত্যু বরন করেন। এ কে এম আবুল বাশার মনো গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওমর পিআইও এবং ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলামের চাচাত ভাই। মৃত্যু কালে তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন। বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে কানাডায় বসবাস করছে। ছোট ছেলে ঢাকায় পড়াশুনা করছে।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আগামীকাল (১০ এপ্রিল) সকাল ১১ টায় নিহতের নিজ বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply