মোঃ মারুফ হোসেনযশোরের বেনাপোলে “বন্ধুত্বের সুতোয় বাঁধিব সাম্য”এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ “আলোকিত-৯৭” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ এপ্রিল বেনাপোল বন্দর নগরীর রহমান চেম্বারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জিয়াউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন “আলোকিত-৯৭” ব্যাচের সভাপতি মোঃআব্দুস সামাদ।
“আলোকিত-৯৭” ব্যাচের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান এ সময় তাদের সংগঠনের সাম্প্রতিক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেনসঞ্চালনায় মতামত পর্বে বক্তব্য রাখেন সংগঠনের বন্ধু- রাকিব, মেহেদী, রাসেল, তরি, কামরুল, শাহাদত ও অন্যান্য প্রাণপ্রিয় বন্ধু।
কএসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী এবং প্রাণ প্রিয় বন্ধুরা।
পরে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের বন্ধু মোঃ জিয়াউর রহমান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply