২৯ জুনশনিবার কুলাউড়ায় বন্যার্তদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচী উদ্ভোধন করেন বিএনপি নেতা এড আবেদ রাজা। কুলাউড়া বিএনপি অফিসে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড আবেদ রাজা কতৃক বন্যার্তদের জন্য ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচী উদ্ভোধনের পর তাঁর নেতৃত্বে কুলাউড়া পৌর এলাকার ডুবন্ত অন্চল ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এড আবেদ রাজা।
কর্মসূচী সমূহ সমন্বয় করেন পৌর ত্রাণ কমিটির: আহ্বায়িকা,কাউন্সিলার সুফিয়া রহমান চৌধুরী, সদস্য সচিব শামিম আহমদ, কুলাউড়া যুবদল আহ্বায়ক জুবের আহমেদ খান, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচীর যুগ্ম আহ্বায়কদ্বয় ডাঃ কেরামত আলী ও ডাঃ মোহাম্মদ তারু খাঁ, সদস্য সচিব কামাল হোসেন সহ ফয়জুর রহমান গোলাপ, এসএম শামিম, শফিকুর রহমান, মিডিয়া সমন্বয়ক শাহরিয়ার চৌধুরী, আঃ বাছিত, শেখ রজমুল আলী, দেলোয়ার হোসেন ঢালী, বিলাল আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ। কাযর্ক্রমে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবী করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply