জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে বলেন, বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজের আগে থেকেই সাবেক ও বর্তমান খতিবের অনুসারীরা বায়তুল মোকাররমের ভেতরে জড়ো হতে থাকেন। জুমার খুতবা পড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply