Breaking News
October 22, 2019 - যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও বাতিল : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
October 22, 2019 - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চলাফেরার সময় পথচারীদের যেমন দায়িত্ব আছে, তেমনি চালকদেরও দায়িত্ব আছে।
October 20, 2019 - যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
October 20, 2019 - মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
October 20, 2019 - ওমর ফারুককে ছাড়াই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের বৈঠক শুরু।
October 20, 2019 - ‘জনগণ ভোট দিতে পারেনি’ মেননের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
October 20, 2019 - যুবলীগের সপ্তম কংগ্রেস বিষয়ে বৈঠকে আজ বিকেলে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
October 19, 2019 - আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই, এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে। -সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
October 19, 2019 - যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেছেন।
October 19, 2019 - জঙ্গিবাদ নির্মূলে কাজ চললেও ঝুঁকি রয়ে গেছে: বলে সতর্কবার্তা দিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
October 19, 2019 - অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
October 18, 2019 - ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে গুলিবিনিময়, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী।
October 17, 2019 - মাননীয় প্রধানমন্ত্রী আগামী রবিবার যুবলীগের সম্মেলনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

কবুতরের খামার হতে পারে ব্যাকার সমস্যা সমাধানের একটি অন্যতম চাবিকাঠী ! দিতে পারে অর্থনৈতিক মুক্তি !

Spread the love

কবুতর হলো শান্তির প্রতিক। ইতিহাস ঐতহ্যতেও এই পাখিটি একটি সম্মানজনক স্থান দখল করে আছে। ঐতিহাসিক কোনো কাজ কর্মের শুরুতে শান্তির পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয়। জগৎ বিখ্যাত মহা মানব, ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং নেতা নেত্রীদের সঙ্গে যোগ সাজস রয়েছে শান্তির পায়রা খ্যাত এই পোষা পাখিটির। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহা-মানব, সাধু, মিনিঋষিদের জীবনের সঙ্গেও রয়েছে এই কবুতরের নিবিড় সম্পর্ক। আর তাইতো জগৎময় রয়েছে কবুতরের ব্যাপক কদর। এই জন্য দেশ এবং বিদেশে কবুতরের রয়েছে একটি বিশাল বাজার। বাস্তবধর্মী সঠিক জ্ঞান, পরিচর্যা ও এর প্রতি আগ্রহ থাকলে কবুতর পালন হতে পারে আমাদের দেশের জন্য ব্যাকার সমস্যা দূরীকরণের একটি অন্যতম চাবিকাঠী। কবুতর কেউ পুষেন শখের বশে আবার কেউ পুষেন বাণিজ্যিক ভাবে। ইতোমদ্ধে বাণিজ্যিক ভাবে কবুতর পালন করে সাবলম্বী হয়েছেন অনেক ব্যাকার যুবক। যাহা ট্যাকনোলোজির বদৌলতে কম বেশী আমরা অনেকেই জানি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই কবুতর থেকে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করা সম্ভব। ফলে লাখ ব্যাকার যুবক অর্থনৈতিক মুক্তি পেতে পারে।

কবুতরের জাতঃ সারা পৃথিবীজুড়ে রয়েছে বিভিন্ন জাত ও মানের কবুতর।
যেমনঃ ১.গ্রীবাজ (Gribaz) ২.গোলা(Gola) ৩.লক্ষা(Lokkha) ৪.সিরাজী(shirazi) ৫.য্যাকবিন(Jacobin) ৬.হোমা(Homa) ৭.ম্যাগপাই পোর্টার(Magpie Pouter) ৮.কিং(King) এবং আরো অনেক জাতের কবুতর রয়েছে। কবুতরের দাম সাইজ, সৌন্দর্য়, অঞ্চল ও ঋতু ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কবুতরের দাম গ্রীষ্মকালে শীতকালের তুলনায় কিছুটা বেশি থাকে। তারপরেও  মোটামুটি একটা ধারনার দেওয়া যেতে পারে। দাম হয়তো কম বেশিও হতে পারে।
কবুতরের দামঃ
১. গ্রীবাজ (Gribaz) দাম (৫০০/- টাকা থেকে ২০০০০/- টাকা পর্যন্ত)
২. গোলা ( Gola ) দাম (৫০০/- টাকা থেকে ২০০০০/-টাকা পর্যন্ত)
৩. লক্ষা ( Lokkha ) দাম (৩০০০/-টাকা থেকে ৮৫০০০/- টাকা পর্যন্ত)
৪. সিরাজী (shirazi) দাম (৩০০০/-টাকা থেকে ৩৫০০০/- টাকা পর্যন্ত)
৫. য্যাকবিন (Jacobin) দাম (৫০০০/-টাকা থেকে ৮০০০০/-টাকা পর্যন্ত)
৬. হোমা(Homa) দাম ( ৩০০০/- এবং ৫০০০/- টাকা থেকে ১০০০০০/- টাকা পর্যন্ত )
৭. ম্যাগপাই পোর্টার(Magpie Pouter) দাম (১০০০০/- এবং  ১৫০০০/-টাকা থেকে
১৫০০০০/- টাকা পর্যন্ত)
৮.কিং (King) দাম ( ৮০০০/- টাকা থেকে ৫০০০০/- টাকা পর্যন্ত)
আরো কিছু কবুতরের জাত ও দামঃ দেশী গোলা ৫০০-৭০০টাকা, বোম্বাই গোলা ৮০০-১০০০টাকা,
গিরিবাজ প্রজাতির মধ্যে সবুজ গোলা ১০০০-১৫০০টাকা, গররা ১০০০-১৫০০ টাকা, মুসলদম ৮০০-১৫০০, কালদম ১০০০-২৫০০, বাগা ৮০০-১৫০০টাকা, ফেন্সি প্রজাতির মধ্যে লক্ষ্যা কবুতর ২০০০-৫০,০০০টাকা, প্রিন্স ১৫০০-৪০০০টাকা।
কবুতরের মধ্যে হোমা প্রজাতির কবুতরের দাম সবচেয়ে বেশি। এ প্রজাতির মধ্যে সবজি হোমা ৩০০০-১লক্ষ টাকা, মাকসি হোমা ৬-৮ হাজার, ব্ল্যাক হোমা ২-৫ হাজার, রেড চেকার ১০-১৫ হাজার, মিলি ১০-২০ হাজার এবং হোয়াইট হোমা ১৫-৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বিউটি হোমা ৩০০০-২৫ হাজার টাকা, পোটার ৩০০০-২৫ হাজার, সিরাজী ২০০০-৫০০০, কিং ২৫০০-১৫ হাজার, মডেনা ১-৫হাজার, নান ৩-২০হাজার, মল্টেস ১৫০০০-২৫০০০ টাকা হতে পারে।
এছাড়াও জাত ভেদে লক্ষ টাকা থেকে কোটি টাকা দামের আরো অনেক বিভিন্ন জাত ও মানের কবুতরও রয়েছে।
(চলবে)

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *