December 3, 2024, 5:21 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
যশোর জংশনে থেকে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা এখনওদেশ স্বৈরাচারমুক্ত হয়নি, জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াতে আমির। ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বে। -জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ভালুকায় ছাত্র দলের আহবায়ক লুৎফর রহমান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে …..লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি, লায়ন মোঃ গনি মিয়া বাবুল। খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গুলি, আটকে আছে অনেক পর্যটক। ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও চিৎপুর রয়েছে চিৎপুরেই বেনাপোল স্হল পথে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল। ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার হিন্দু সম্প্রদায় ইস্কনের এই ধরণের কার্যকলাপকে নিন্দা জানাই যশোর কমিটি ঘোষণার ১দিন পরেই বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদত্যাগ। ভাষাশহিদ আবদুস সালামের জন্মবার্ষিকী পালিতভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক যশোর পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৩ যুবক আটক। গাজীপুর সিটি কমিটি ঘোষণা করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি অনুমোদন। বরেণ্য সাংবাদিক নুরুদ্দিন আহমেদকে নেপালে সংবর্ধনা প্রদান ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দেখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। -তারেক রহমান বেনাপোল স্থলবন্দরে ৮৯১ শ্রমিক ইউনিয়নের “বিশেষ সাধারণ সভা’ অনুষ্ঠিত র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার। শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত এবং তার পরিবারকে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ঢাবি আসা লোকজনকে বিতাড়িত করা হয়েছে। মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী শাহজাহানের দোসরদের পুর্নবাসন করছে বিএনপি নেতা বাবুল। যাত্রী হয়রানীর কারনে বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ।

কবুতরের খামার হতে পারে ব্যাকার সমস্যা সমাধানের একটি অন্যতম চাবিকাঠী ! দিতে পারে অর্থনৈতিক মুক্তি !

কবুতরের খামার হতে পারে ব্যাকার সমস্যা সমাধানের একটি অন্যতম চাবিকাঠী ! দিতে পারে অর্থনৈতিক মুক্তি !

কবুতর হলো শান্তির প্রতিক। ইতিহাস ঐতহ্যতেও এই পাখিটি একটি সম্মানজনক স্থান দখল করে আছে। ঐতিহাসিক কোনো কাজ কর্মের শুরুতে শান্তির পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয়। জগৎ বিখ্যাত মহা মানব, ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং নেতা নেত্রীদের সঙ্গে যোগ সাজস রয়েছে শান্তির পায়রা খ্যাত এই পোষা পাখিটির। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহা-মানব, সাধু, মিনিঋষিদের জীবনের সঙ্গেও রয়েছে এই কবুতরের নিবিড় সম্পর্ক। আর তাইতো জগৎময় রয়েছে কবুতরের ব্যাপক কদর। এই জন্য দেশ এবং বিদেশে কবুতরের রয়েছে একটি বিশাল বাজার। বাস্তবধর্মী সঠিক জ্ঞান, পরিচর্যা ও এর প্রতি আগ্রহ থাকলে কবুতর পালন হতে পারে আমাদের দেশের জন্য ব্যাকার সমস্যা দূরীকরণের একটি অন্যতম চাবিকাঠী। কবুতর কেউ পুষেন শখের বশে আবার কেউ পুষেন বাণিজ্যিক ভাবে। ইতোমদ্ধে বাণিজ্যিক ভাবে কবুতর পালন করে সাবলম্বী হয়েছেন অনেক ব্যাকার যুবক। যাহা ট্যাকনোলোজির বদৌলতে কম বেশী আমরা অনেকেই জানি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই কবুতর থেকে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করা সম্ভব। ফলে লাখ ব্যাকার যুবক অর্থনৈতিক মুক্তি পেতে পারে।

কবুতরের জাতঃ সারা পৃথিবীজুড়ে রয়েছে বিভিন্ন জাত ও মানের কবুতর।
যেমনঃ ১.গ্রীবাজ (Gribaz) ২.গোলা(Gola) ৩.লক্ষা(Lokkha) ৪.সিরাজী(shirazi) ৫.য্যাকবিন(Jacobin) ৬.হোমা(Homa) ৭.ম্যাগপাই পোর্টার(Magpie Pouter) ৮.কিং(King) এবং আরো অনেক জাতের কবুতর রয়েছে। কবুতরের দাম সাইজ, সৌন্দর্য়, অঞ্চল ও ঋতু ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কবুতরের দাম গ্রীষ্মকালে শীতকালের তুলনায় কিছুটা বেশি থাকে। তারপরেও  মোটামুটি একটা ধারনার দেওয়া যেতে পারে। দাম হয়তো কম বেশিও হতে পারে।
কবুতরের দামঃ
১. গ্রীবাজ (Gribaz) দাম (৫০০/- টাকা থেকে ২০০০০/- টাকা পর্যন্ত)
২. গোলা ( Gola ) দাম (৫০০/- টাকা থেকে ২০০০০/-টাকা পর্যন্ত)
৩. লক্ষা ( Lokkha ) দাম (৩০০০/-টাকা থেকে ৮৫০০০/- টাকা পর্যন্ত)
৪. সিরাজী (shirazi) দাম (৩০০০/-টাকা থেকে ৩৫০০০/- টাকা পর্যন্ত)
৫. য্যাকবিন (Jacobin) দাম (৫০০০/-টাকা থেকে ৮০০০০/-টাকা পর্যন্ত)
৬. হোমা(Homa) দাম ( ৩০০০/- এবং ৫০০০/- টাকা থেকে ১০০০০০/- টাকা পর্যন্ত )
৭. ম্যাগপাই পোর্টার(Magpie Pouter) দাম (১০০০০/- এবং  ১৫০০০/-টাকা থেকে
১৫০০০০/- টাকা পর্যন্ত)
৮.কিং (King) দাম ( ৮০০০/- টাকা থেকে ৫০০০০/- টাকা পর্যন্ত)
আরো কিছু কবুতরের জাত ও দামঃ দেশী গোলা ৫০০-৭০০টাকা, বোম্বাই গোলা ৮০০-১০০০টাকা,
গিরিবাজ প্রজাতির মধ্যে সবুজ গোলা ১০০০-১৫০০টাকা, গররা ১০০০-১৫০০ টাকা, মুসলদম ৮০০-১৫০০, কালদম ১০০০-২৫০০, বাগা ৮০০-১৫০০টাকা, ফেন্সি প্রজাতির মধ্যে লক্ষ্যা কবুতর ২০০০-৫০,০০০টাকা, প্রিন্স ১৫০০-৪০০০টাকা।
কবুতরের মধ্যে হোমা প্রজাতির কবুতরের দাম সবচেয়ে বেশি। এ প্রজাতির মধ্যে সবজি হোমা ৩০০০-১লক্ষ টাকা, মাকসি হোমা ৬-৮ হাজার, ব্ল্যাক হোমা ২-৫ হাজার, রেড চেকার ১০-১৫ হাজার, মিলি ১০-২০ হাজার এবং হোয়াইট হোমা ১৫-৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বিউটি হোমা ৩০০০-২৫ হাজার টাকা, পোটার ৩০০০-২৫ হাজার, সিরাজী ২০০০-৫০০০, কিং ২৫০০-১৫ হাজার, মডেনা ১-৫হাজার, নান ৩-২০হাজার, মল্টেস ১৫০০০-২৫০০০ টাকা হতে পারে।
এছাড়াও জাত ভেদে লক্ষ টাকা থেকে কোটি টাকা দামের আরো অনেক বিভিন্ন জাত ও মানের কবুতরও রয়েছে।
(চলবে)

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com