পাখি কখনোই ইটের গুড়া দেয়া যাবে না। ইটের গুড়া পাখির পরিপাকতন্ত্রের অনেক ক্ষতি করে ফলে পাখিকে আর বাচানো সম্ভব হয় না !
গ্রীট এর আভিধানিক অর্থ কঙ্কর। পাখির জন্য এর ব্যবহারে যেসকল কঙ্কর সমূহ পাখির জন্য প্রাকৃতিক মিনারেলস বহন করে তাদের মিশ্রনের নামই গ্রীট। মনে রাখতে হবে যেসব কঙ্কর বা পাথর বা প্রাকৃতিক বস্তুতে পাখির জন্য উপকারি মিনারেল রয়েছে সেগুলার সরবরাহকেই গ্রীট বলে।
মিনারেলের মিশ্রন বা গ্রীট এর বেশির ভাগ উপাদানই আসে বিভিন্ন দেশের মাটি থেকে, তবে আমাদের দেশের ব্যবসায়ীগন কম খরচে অতি লাভের আশায় স্বল্প দামে পাওয়া ইট কে গুড়া করে গ্রীটের নামে চালিয়ে দিচ্ছে ! আমরাও সস্তায় ২০-৩০/=টাকা প্যাকেট পাই বলে কিনে নিয়ে আসি। এই লাল ইটের গুড়া পাখির বডিতে উপকারিনা, ফলে পাখির পাকস্থলীতে দিনের পর দিন জমে ব্লক এর সৃষ্টি করে। পাখিকে সেসব মিনারেল এর মিশ্রনই দেয়া উচিত যেগুলো দ্রবনীয় বা পাখির শরিরে গ্রহণযোগ্য। গ্রীট প্রাকৃতিক মিনারেল মিশ্রন পাখির অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা কখনোই ইটের গুড়ার নয়।
আমরা মনে করি গ্রীট হজমের জন্য দরকার। আমাদের ধারনা গ্রীট পাখির বডীতে গিয়ে খাবার গুলোকে ভাঙতে বা গুড়া করতে সাহায্য করে, প্রকৃতঅর্থে গ্রীট কবুতর বা মুরগীর বডিতে প্রয়োজন। অর্থাৎ যারা খোসা সহ খাবার খেয়ে ফেলে সেসব পাখি জন্য। খোসা ছাড়িয়ে খায় তাদের গ্রীট দরকারই নেই। পাখির জন্য গ্রীট কেবল মিনারেল সাপ্লাইয়ে প্রয়োজন অন্য কোনো কাজে নয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply