নারায়ণগঞ্জে ঈদের আগে আর কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যতিত কাউকেই জেলায় প্রবেশ করতে কিংবা বের হতে দেওয়া হবে না। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা মুন্সীগঞ্জের পথে যারা রয়েছেন তাদের ফিরে যেতে হবে। নারায়ণগঞ্জ দিয়ে কোনোভাবেই ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
তিনি জানান, নারায়ণগঞ্জকে লকডাউন করা হয়েছে, এখন এটি মানতে হবে। বাইরের কোনো কিছু জেলায় আসবে না, জেলার কোনো কিছু বাইরে যাবে না। এ নির্দেশনা মানতে সর্বোচ্চ কঠোরতা থাকবে। যারা বিভিন্ন প্রবেশ পথে যানবাহন নিয়ে অপেক্ষা করছেন তাদের অবশ্যই ফিরে যেতে হবে। ঈদের আগে ও পরে কোনো ধরনের আগমন বা বর্হিঃগমন একেবারেই বন্ধ থাকবে। মঙ্গলবার থেকেই এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা পুলিশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply