টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পৌর মেয়র করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর এবার ওই পরিবারের আরো তিনজনসহ মোট পাঁচজনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত বুধবার পৌরসভার মেয়রের দেহে করোনা শনাক্ত হয়। এরপর তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, নাতি, বাড়িতে থাকা এক কর্মচারি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
তিনি আরও জানান, শুক্রবার সকালে তাদের জানানো হয়েছে মেয়রের স্ত্রী হাসিনা আজাদ (৫৫), ছেলে বউ শারমিন সেলিম জ্যোতি (২৮), নাতি আদিয়ান রাজ আজাদ (৪), বাড়িতে থাকা কর্মচারী কার্তিক দাস ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে মোশারফ হোসেনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ হালকা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে নমুনা পরীক্ষা করে তাঁর করোনা ধরা পড়ে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply