নিজস্ব প্রতিবেদকঃ কাজের টেন্ডারই এখনো হয়নি, অথচ ১ কোটি ১১ লাখ টাকার বিল তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অবিশ্বাস্য মনে হলেও ভয়ংকর এই দুর্নীতির ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে আশ্রয়ন-২ প্রকল্পের ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৩৩৫ টাকা তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষের বিরুদ্ধে।
আশ্রয়ন প্রকল্পের ১০টি কমিউনিটি সেন্টার ও ছয়টি ঘাটলা নির্মাণের বরাদ্দ ছিল এক কোটি ১১ লাখ ৭৫ হাজার ৩৩৫ টাকা। কিন্তু কোনো কাজ না করে পিআইও এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারিকা ট্রেডার্সের কয়েকজন সত্ত্বাধিকারীর যোগসাজশে বিলের ওই টাকা তুলে নেয়া হয়েছে। টাকা ছাড়ার আগে দায়িত্বশীলরা একবার খোঁজ নেওয়ারও চেষ্টা করেননি। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন থেকে বিভাগীয় প্রশাসন। ঘটনাটি তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। প্রত্যেকটি প্রকল্পের আওতায় একটি করে কমিউনিটি সেন্টার ও পুকুরে পাকা ঘাট তৈরি হচ্ছে।
মেসার্স শারিকা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজ সমাপ্ত হওয়ার কাগজপত্র নকল করে সেগুলো জমা দিয়েছে উপজেলা নির্বাহীর কার্যালয়ে! সেখান থেকে উপজেলা নিরীক্ষা ও বিলপাশ শাখায় গেলে টাকা দিয়ে দেওয়া হয় ঠিকাদারকে। বিষয়টা জানাজানি হলে অবাক হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাও। তিনি এ ব্যাপারে কিছুই জানেন। তার স্বাক্ষর নকল করে কাগজে বসানো হয়েছে!
এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা দায় চাপাচ্ছেন তার অফিসের পিয়নের ওপর। তিনি বলেন, আমার অফিসের পিয়ন এবং ওই ঠিকাদার মিলেই এই কাজটি করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply