টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ৭ ঘন্টার পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্স অফিসের ডুবুরী দল। আজ বুধবার উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রের নাম মো. খায়রুল ইসলাম (২৪)। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। তার পিতার নাম মো. ময়নাল হক, বাড়ি কোদালিয়া গ্রামে।
সোহাগপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. বাবুল সিকদার ও আশরাফ সিকদার জানান, বেলা ১১ টার দিকে খাইরুল ইসলাম বন্যার পানিতে সোহাগপাড়া খালে জাল দিয়ে মাছ ধরতে আসে। খাল পার হওয়ার সময় হঠাৎ করে জালসহ খালের পানিতে ডুবে নিখোঁজ হয় খায়রুল। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস অফিসকে খবর দেওয়া হয়। অনেক চেষ্টার সন্ধ্যা ৬ টার দিকে ডুবুরী দল খায়রুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
্ এব্যাপারে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply