টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি “পূর্নবাসন ও প্রণোদনা” কর্মসূচির আওতায় বিনামূল্যে সাড়ে ১০ হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আযোজনে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নের সাড়ে ১০ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হবে। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, সরিষা, গম, ভুট্টা, বোরো ধান, চীনা বাদাম, খেসারী, মসুর, সূর্যমুখী, পেযাজ, টমেটো এবং মরিচ।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, কৃষক লীগের সভাপতি হযরত আলী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply