নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন এলাকায় একশ্রেনীর মানুষ নানা রকম অপকর্ম করে থাকে। নারায়ণগঞ্জে কোনো পুলিশ সোর্স থাকবে না।
সোর্স পরিচয় দিয়ে যাতে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানী কেউ করতে না পারে সেজন্যই জেলার কোনো থানায় পুলিশ সোর্স থাকবে না। রোববার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের একার পক্ষে মাদক, সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব নয়। প্রতিটি এলাকার জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে নানা অন্যায় পুলিশ প্রতিহত করবে। যদি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জনগন সেবা না পায় তাহলে পুলিশ সুপারের কার্যালয় আপনাদের জন্য উন্মুক্ত। যখনই কোনো সমস্যায় পড়বেন পুলিশকে জানাবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply