নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে রাসেল বাহিনী। একজনের হাতের আঙ্গুল কেটে ফেলেছে প্রতিপক্ষ। স্থানীয় আওয়ামীলীগের অফিস ভাংচুর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দাপাড়ার সাহেবপাড়া পঞ্চায়েত মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাঙ্গামায় আহতরা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার রোকন হাজীর ছেলে রাজু (৩০) ও মাদ্রাসা রোড এলাকার কবির (২৫)।
উল্লেখ্,য বেশ কিছুদিন ধরেই মিজমিজি কান্দাপাড়া এলাকার রাজু’র ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রন নিতে চায় ইয়াছিন আরাফাত রাসেল (ইয়াবা রাসেল)। এ নিয়ে সৃষ্টি হয় বিরোধ। বিষয়টি নিস্পত্তিতে আলোচনার জন্য রাজু ও কবির ১২ টার দিকে সাহেবপাড়ায় রাসেল বাহিনীর বিল্লাল হোসেনের সঙ্গে কথা বলতে যায়। তখন তাদের উপর এই হামলা করা হয়।
আহত কবির জানায়, কথাবার্তার একপর্যায় বিল্লালের নেতৃত্বে কাদের, সুজন, আকবর, সুমনসহ ৬-৭ জন চাপাতি রাম দা নিয়ে আমাদের দুই জনের উপর হামলা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যখন রাম দা ও চাপাতি দিয়ে রাজু ও কবিরকে চারদিক থেকে ঘিরে এলোপাথারি কোঁপাতে থাকে তখন তারা নিজেদের রক্ষার জন্য দৌঁড়ে পাশের ওয়ার্ড আওয়ামীলীগ অফিসে প্রবেশ করে। হামলাকারিরা সেখানে গিয়েও তাদের কোঁপাতে থাকে। এ সময় তারা আওয়ামীলীগের অফিসও ভাংচুর করে। আহতদের আত্ম-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা চলে যায়।
হামলায় রাজুর হাতের একটি আঙ্গুল আলাদা হয়ে পড়ে। এছাড়াও দুইজনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
এ বিষয়ে জানতে হামলার নেতৃত্বদানকারী বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, কোন পক্ষই সঠিক ভাবে কিছু বলছেনা। তবে পূর্বের বিরোধ মিমাংসা করতে আসলে মারামারির ঘটনা ঘটে। দুইজন গুরুতর আহত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, মারামারির খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply