স্টাফঃরিপোটার আনোয়ার হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে স্বাধীনতার পর সমবায় গঠন করেছিলেন বঙ্গবন্ধু। সেই জন্য তিনি সমবায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে সংবিধানে সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু প্রতিক্রিয়াশীল চক্র ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছিল। তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমবায়কে জোরদার করার নানা পদক্ষেপ নিয়েছেন।
গতকাল শুক্রবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সমবায় খাতে সরকার বাজেট বৃদ্ধি করেছে। সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই সাথে আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচনসহ সমবায়ীদের জীবনমান ও সামাজিক ক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়ন সম্ভব করছে সরকার। সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি এবং সমবায়ীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি স্থানীয় সমবায় কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সমবায় কর্মকতা ও দপ্তরের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply