রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ঘের খনন করায় বিভিন্ন ভেকু মালিক দের জরিমানা করেছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ। গত এক সপ্তাহে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ০৫ লক্ষ টাকা জরিমানা করেছে বেকু মালিকদের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা । তবে কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ ভেকু মালিকদের।
সরেজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ উপজেলার মহিশা ছয়গাঁ, রামভদ্রপুর, এর বিভিন্ন এলাকায় শত শত একর কৃষিজমি খনন করে মাছের ঘের করে আসছে এক কুচক্রী মহল। ফলে এলাকায় আবাদি জমির পরিমাণ ব্যাপক হারে কমে গেছে। এক সময় এই সকল জমিতে ধান পাট ইত্যাদি অনেক প্রকার ফসল ফলন হত। কিন্তু অল্প সময়ে অধিক মুনাফা পেয়ে ফসলাদী জমি গুলি মাছের ঘের খনন করতে দিয়ে দিচ্ছে কৃষি জমির মালিকরা। এই ফসলাদী কৃষি জমি নষ্ট করে মাছের গের খনন করার ফলে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁ এলাকার বর্গা চাষিরা বিপাকের মুখে।
ছয়গাঁ ইউনিয়নের বর্গাচাষী রহমত উল্লাহ, মানিক মিয়া, সুজন মৃধা সহ আরো অনেকেই বলেন, আমাদের কোনো জমিজমা নেই আমরা অন্যের জমি বর্গা রেখে সেগুলোতে চাষাবাদ করে সংসার চলতাম। এখন জমির মালিকরা অল্প সময়ে অধিক টাকা পেয়ে আমাদের সকল বর্গা জমি মাছের ঘের খনন করার জন্য দিয়ে দিয়েছে। আমরা এখন কি করবো বুঝতে পারছিনা এবং অনেক কৃষি জমিতে তারা জোরপূর্বক ভাবে ও ঘের খনন করা হচ্ছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , কৃষি জমিতে এক্সভেটর (ভেকু) দিয়ে ফসলাদী জমি নষ্ট করে ঘের খনন করায় আমরা অনেকগুলো মেশিন ইতিমধ্যেই বিনষ্ট করে দিয়েছি এবং অনেকগুলো কে জরিমানা ও করেছি। এবং ইতিমধ্যেই আমরা জমির মালিকদের বলে আসছি তারা যেন অধিক মুনাফার লোভে কৃষিজমি গুলোকে ঘের খনন করার জন্য না দেয়। এবং স্থানীয় সকলকে জনগন কে সচেতন থাকার নির্দেশ দিয়েছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply