টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এস এম এ ছোবহান ‘নৌকার স্লোগান’ দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ করেছেন। এস এম এ ছোবহান দাবি করেন, এই হামলায় তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
লিখিত বক্তব্যে এস এম এ ছোবহান বলেন, ‘পৌর নির্বাচনের কমিটি গঠনের জন্য রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ীর নওয়াব ইনস্টিটিউট প্রাঙ্গণে যাই। এর কিছুক্ষণ পরে ৪০ থেকে ৫০ জন লোক নৌকার স্লোগান দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকেসহ নেতাকর্মীদের আহত করেন।’
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধনবাড়ী থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান এস এম এ ছোবহান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, খন্দকার আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী ও ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির প্রমুখ।
আগামী ১৬ জানুয়ারি ধনবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়রপদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ওরফে তপন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply