রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভায় জাতিসংঘের ভুয়া সদস্য এবং ডিএসবি পুলিশ পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
আজ ০৪ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ০৩ টার সময় ডামুড্ডা পৌরসভার মিতালী সিনেমা হলের সামনে থেকে আটক করা হয় দুইজনকে ।
এই গ্রেফতারকৃত দুইজনের কাছ থেকে ০৩ টি ব্যাংক চেক, ০৩ টি মোবাইল ফোন ও নির্বাচনী ফরম উদ্ধার করা হয়।
আটক হওয়া দুই ব্যক্তি, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঈদুল পুর ইউনিয়নের মহশ্বরপট্টি গ্রামের নুরুল সিকদারের ছেলে সান মোঃ মামুন (৩৫) ও একই জেলার সামন্তসার ইউনিয়ন চর সামন্তসার গ্রামের সাহেবালি চৈয়ালের ছেলে আবদুল ছালাম চৈয়াল (৪২)
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভা নির্বাচন। সে নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। বিএনপির প্রতিনিধি হচ্ছে বিএনপি মনোনীত নাজমুল হক। সবুজ মিয়া ও তার সমর্থকদের কাছে সালাম এবং মামুন জাতিসংঘের সদস্য এবং ডিএসবি পুলিশ এর পরিচয় দেন। তবে তাদের সন্দেহ হলে সালাম এবং মামুন কে বিভিন্ন প্রশ্ন করেন। পরে ভুয়া জাতিসংঘের পরিচয়ধারী দুইজন বিভ্রান্তিতে পড়ে যান। পরবর্তীতে বিষয়টি ডামুড্যা থানা পুলিশকে জানানো হলে জাতিসংঘের ভুয়া পরিচয় দাবি করা সালাম ও মামুনকে গ্রেপ্তার করে ডামুড্যা থানা পুলিশ।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন বলেন, ভুয়া জাতিসংঘের সদস্য এবং ডিএসবি পুলিশ পরিচয়ধারী দুজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply