মাহমুদুল হাসান,যশোর
ফেসবুক পোস্টের কল্যানে যশোরের মনিরামপুর উপজেলার শিশু পুত্র সিয়াম (৮) পেল জেলা প্রশাসকের কাছ হতে বিশেষ চাহিদা সম্পন্ন হুইল চেয়ার। রবিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিতিতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শিশু সিয়াম কে এ হুইল চেয়ার প্রদান করেন। সিয়াম উপজেলার রাজগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ছোট পুত্র। তার পিতার মনিরামপুরে ছোট্ট একটি পানের দোকান রয়েছে । হত দরিদ্র পরিবারের সন্তান শিশু সিয়াম,তার বড় ভাই কলেজ পড়–য়া। শত কষ্ঠের মাঝেও বড় মেয়ে কে বিবাহ দিয়ে এবং বড় পুত্রের পড়াশুনার খরচ চালাতে অনেকখানি হিমশিম খেতে হয় পিতা মইনুল কে।
অভাব-অনটনের সংসারে শিশু সিয়াম কে তাই দূর্ভোগ পোহাতে হয়। গত ৩০জানুয়ারী অনুষ্ঠিত মণিরামপুর পৌরসভা নির্বাচনে শিশু সিয়াম কে সাথে নিয়ে ভোট দিতে যান তার পিতা মইনুল। এ সময় সাংবাদিকদের বহনকারী মাইক্রো তে উঠতে চায় শিশু সিয়াম। তার পিতা নিষেধ করলেও শিশুর আবদার শুনে যশোরের সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান শিশুটিকে গাড়িতে বসিয়ে তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (শিশুটির একটি হুইল চেয়ার প্রয়োজন) পোস্ট দেন।
পোস্টটি নজর কাড়েন যশোর জেলা প্রশাসনের,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান শিশু সিয়াম কে হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেন। রবিবার(৭ই ফেব্রæয়ারী) বিকালে মইনুল ইসলাম শিশু সিয়াম সহ সাজেদ রহমান কে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শিশু সিয়াম কে একটি হুইল চেয়ার প্রদান করেন। নতুন হুইল চেয়ার পেয়ে দারুন খুশি শিশু সিয়াম ও তার পরিবার। যশোর জেলা প্রশাসনের এ মহৎ উদ্যেগ অনুকরনীয় হোক সমাজে ও হাজারো শিশু সিয়ামের মুখ হাসিতে ভরে ওঠুক।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply